বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার আসনটি হারাতে হলো দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংকে। এতোদিন বেশ দাপটের সঙ্গেই শীর্ষ স্থান ধরে রেখেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এবার অ্যাপলের কাছে হারতে হলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
গার্টনার জানায়, ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের হিসেবেই সমীকরণ পাল্টে গেছে। যদিও সামগ্রিকভাবে স্যামসাংই এগিয়ে আছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকে বাজারের ২০.৪ শতাংশ দখল ছিল অ্যাপলের হাতে। অ্যাপল এসময় বাজারে ছেড়েছিল সাত কোটি ৪৮ লাখ ৩০ হাজার আইফোন। তবে এসময়কালে স্যামসাংয়ের দখলে ছিল বাজারের ১৯.৯ শতাংশ। যদিও এর আগের প্রান্তিকে স্যামসাং ধরে রেখেছিল ২৪.৪ শতাংশ বাজার।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৫/ রশিদা