মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড সবচেয়ে দামি গাড়ি আনতে যাচ্ছে। ফোর্ড জিটি সুপার কার নামের ওই মডেলটির দাম হতে পারে ৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ৩ কোটি ১১ লাখ টাকার কিছু বেশি। সিএনএন মানি এক প্রতিবেদনে জানিয়েছে, ফোর্ড প্রতিবছর ওই মডেলের ২৫০টি গাড়ি বাজারে ছাড়বে। ২০১৫ সালের শেষদিকে গাড়িটির বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু হবে এবং ২০১৬ সালে বিশ্বের কিছু দেশে এটা পাওয়া যাবে।
গত জানুয়ারির ১২-১৫ তারিখ পর্যন্ত চলা ‘নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটোশো’তে মডেলটি দেখানো হয়েছে। তখন সিএনএন মানি এক প্রতিবেদনে জানানো হয়, নতুন মডেলটিতে আছে ৩৫০০ সিসি টুইন-টার্বো ভি৬ ইঞ্জিন, যা যোগান দেবে ৬০০ অশ্বশক্তি। ফোর্ডের মতে, এটি তাদের সবচেয়ে শক্তিশালী ও কার্যক্ষম ইঞ্জিনগুলোর একটি।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, গাড়িটিতে আছে ২টি ‘ভার্টিকাল’ দরজা। আর রেসিংয়ের জন্য আদর্শ গাড়িতে পরিণত করতে অ্যারোডাইনামিকস মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে গাড়িটি। এছাড়াও ব্যবহার করা হয়েছে হালকা ওজনের অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার। গাড়ি স্টিয়ারিং হুইল ডিজাইন করা হয়েছে ফরমুলা ওয়ান রেসিং কারের স্টিয়ারিং হুইলের আদলে।
১৯৬০ এর দশকে ফোর্ড প্রথম ৬০০ অশ্বশক্তির জিটি মডেলের গাড়ি নিয়ে আসে। এরপর বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি এর নতুন সংস্করণ নিয়ে আসে। ২০০৫-০৬ সালে ফোর্ড জিটির ৪ হাজারের মতো গাড়ি বাজারে ছাড়ে।
বিডি-প্রতিদিন/ ৯ মার্চ ২০১৫/শরীফ