সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তার কারণে মানুষকে প্রায় সেলফি তুলতে দেখা যায়। কিন্তু সব সময় সব সেলফি ভালো হয় না। কারণ ভালো সেলফি তুলতে আপনাকে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করা প্রয়োজন। এজন্য আজ আপনাদের জন্য তেমনই কিছু টেকনিক তুলে ধরা হলো।
মেকআপের ব্যাপারে সাবধান থাকুন: সেলফি খুব কাছাকাছি থেকে তোলা হয় সেইজন্য মেক আপের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এমনভাবে মেক আপ করতে হবে, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই। অতিরিক্ত মেক আপে আপনি কোনো দিন ভালো সেলফি তুলতে পারবেন না। তাই মেকআপ করার সময় সতর্ক থাকতে হবে।
ব্যাকগ্রাউন্ডে নজর দিন: অনেক সময় সেলফিতে আপনাকে সুন্দর দেখালেও ব্যাকগ্রাউন্ডটির কারণে পুরো সেলফিটিই নষ্ট হয়ে যায়। তাই সেলফি তোলার আগে ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক আছে কি না, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
নিজেকে স্লিম দেখানোর কৌশল খাটান: আপনি যদি মোটা হন, তাহলে কিন্তু কখনই ভালো সেলফি উঠবে না। সেক্ষেত্রে সেলফিতে নিজেকে রোগা দেখানোর জন্য একটু উপর (মাথার উপর দিকে মোবাইল রেখে) থেকে ছবি তুলতে পারেন। ছবি উঠলে দেখবেন, আপনাকে অনেক বেশি রোগা দেখাচ্ছে।
আলোর ব্যবস্থা করুন: মুখের উপর আলো না পড়লে একেবারেই সুন্দর দেখাবে না সেলফি। সকালের আলো অথবা বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তের সূর্যালোক বা ‘কনে দেখা আলো’ সেলফি তোলার জন্য একেবারে আদর্শ।
মানানসই মুখভঙ্গি: সেলফি তোলার সময় আগে দেখে নিন, মুখের ঠিক কোন ভাবে আপনাকে বেশি মানায়। তবে সেলফি তোলার সময় চুপচাপ না থেকে, একটু অন্য রকম করা, যেমন সারপ্রাইজ হওয়ার ভঙ্গি, কিংবা একটু জিভ বের করে মজা করা, এগুলি আপনি করতেই পারেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব