২০১৫ সালের ইন্টারন্যাশনাল ফোরাম ডিজাইন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানজনক “আইএফ প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ড” জিতে নিয়েছে “হুয়াওয়ে ফাস্ট এক্সেস টার্মিনাল বক্স”। সম্প্রতি এক ঘোষণায় হুয়াওয়ে এ তথ্য জানিয়েছে।
হুয়াওয়ে ফাস্ট এক্সেস টার্মিনাল বক্স (এটিবি) একটি ইনডোর, উচ্চগতিসম্পন্ন ফাইবার এক্সেস কমিউনিকেশন ডিভাইস যা গ্রাহকের দোরগোড়ায় ফাইবার সংযোগ (এফটিটিএইচ) সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম সম্মানজনক ডিজাইন অ্যাওয়ার্ড বলে গণ্য। জার্মানীর প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রতিষ্ঠান “ইন্ডাস্ট্রি ফোরাম ডিজাইন হ্যানোভার” এর আয়োজনে বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠান ও ডিজাইনারদের অংশগ্রহণে এই প্রতিযোগিতাটি প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আইএফ ফোরাম বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর দ্বারা পণ্যসমূহের মান, ব্যবহার এবং নান্দনিকতার বিচার করে। বিজয়ীরা প্রকৃতপক্ষে অসাধারণ ডিজাইন এবং নির্মাণকৌশলের পরিচায়ক।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/রশিদা/মাহবুব