৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আজ শনিবার থেকে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলা শুরু হয়েছে।
সকালে জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০টি স্টল অংশ গ্রহণ করে।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসাইন, কংকন চাকমা, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিল্প কলা একাডেমির সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বিএম এ জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৫/ রশিদা