নিজের মোবাইল ফোনের সুরক্ষার প্রশ্নে এখন সকলেই সচেতন। কারণ শখের ফোনটি অকালে নষ্ট হতে দিতে চান তারা। এই সুরক্ষার কথা মাথায় রেখে স্মার্টফোন ব্যবহারকারীরা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার আগে দু’বার ভাবতে বসেন। এসব বিষয় মাথায় রেখেই গুগল তাদের নতুন পরিষেবা চালু করতে যাচ্ছে। নয়া এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ভিএনপি সার্ভিস।
জানা গেছে, গুগলের নয়া এই পরিষেবায় আরও সুরক্ষিত থাকবেন ব্যবহারকারী। তবে এই পরিষেবা কবে নাগাদ চালু করা হবে তা অবশ্য গুগলের তরফে নিদিষ্ট করে কিছু জানানো হয় নি। তবে বলার অপেক্ষা রাখে না, নয়া এই পরিষেবা চালু হলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অনেকবেশি সুরক্ষিত থাকবেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৫/মাহবুব