ইউজারদের কোন ধরনের পোস্ট নিষিদ্ধ হবে বা সরিয়া ফেলা হবে এ ব্যাপারে তাদেরকে আরো বিস্তারিত তথ্য দিতে নতুন গাইডলাইন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেক সময় দেখা যায়, কোনো ইউজারের আপত্তিকর পোস্ট সরিয়ে ফেলার জন্য অন্য কারো কাছ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ আসে। এক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় কারো অনুরোধ প্রত্যাখাত হয়েছে। কেন হয়েছে এ ব্যাপারে তাদের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা দেওয়া হয় না। এছাড়া কোনো স্পর্শকাতর বিষয় বা নগ্নতা কতটুকু গৃহীত হবে এ ব্যাপারেও নতুন গাইডলাইনে ইউজারদের জন্য আরো বিস্তারিত নির্দেশনা রয়েছে। খবর বিবিসির
ফেসবুকের নতুন গাইডলাইন বিভিন্ন বিষয়ে অারো 'স্বচ্ছতা' আনতে হবে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের এই কোম্পানি। এ বিষয়ে ফেসবুকের কনটেন্ট পলিসির বৈশ্বিক প্রধান মনিকা বিকেট বলেন, 'আপত্তিকর কোনো পোস্ট কেন মুছে বা সরিয়ে ফেলা হয় না এ ব্যাপারে বিভ্রান্তি মোকাবেলার লক্ষ্যেই নতুন এই গাইডলাইন তৈরি করা হয়েছে।'
ফেসবুকের ওয়েবসাইটে পুরাতন গাইডলাইনের জায়গায় নতুন গাইডলাইন স্থান পাবে। কোনো ইউজার অন্য কারো পোস্টের ব্যাপারে অভিযোগ করলে সংশ্লিষ্ট ইউজারের কাছে নতুন গাইডলাইন পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, পৃথিবীব্যাপী ১.৪ বিলিয়ন মানুষ প্রতিমাসে কমপক্ষে একবার করে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সার্ভিস ব্যবহার করে থাকে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ২০১৫/শরীফ