বাজারে এসেছে বিশ্বখ্যাত ‘লেনোভো’ ব্র্যান্ডের এস৮-৫০ মডেলের নতুন ট্যাব। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের এই ট্যাব এ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪ ভার্সনের মাধ্যমে ইন্টেল এটম জেড-৩৭৪৫ প্রসেসরে পরিচালিত ১.৮৬ গিগাহার্টজ সম্পন্ন একটি আধুনিকমানের। এর রয়েছে ২ জিবি র্যাম, ১৬ থেকে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ এবং মাইক্রো সিম ব্যবহারের সুবিধা।
মাল্টিটাচ ক্ষমতা সম্পন্ন ৮ ইন্ঞ্চি অত্যাধুনিক এই ট্যাবে রয়েছে সম্পূর্ণ এইচ-ডি মনিটর। এতে ব্যবহৃত হয়েছে ৩-ডি ভয়েস কলিং, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ট্যাবটিতে রয়েছে ব্লু-টুথ ৪.০ এবং ওয়াই-ফাই ৮০২ সংযোগ। এতে আরও ব্যবহৃত হয়েছে ২এম ক্যাচ, রঙিন ইবোনি, ৪জি এল-টি-ইসহ আকর্ষণীয় সব ফিচার।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৫/ রশিদা