অ্যান্ড্রয়েড ফোন, ক্রোমবুক ল্যাপটপ আর ক্রোমকাস্ট টিভি সার্ভিস সহ একাধিক গুগলের পন্য বিক্রির উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনে 'গুগল শপ' নামের এক দোকান চালু করেছে গুগল৷
লন্ডনের টটেনহ্যাম কোর্ট রোডে অবস্থিত কারিস পিসি ওয়ার্ল্ডকে নিজেদের প্রথম ‘ব্র্যান্ড শপ’-এর স্থান হিসেবে বেছে নিয়েছে গুগল কতৃপক্ষ৷
জানা যায়, ‘গুগল শপ’ নামের ওই দোকানে ট্যাবলেট, অ্যান্ড্রয়েড ফোন, ক্রোমবুক ল্যাপটপ আর ক্রোমকাস্ট টিভি সার্ভিস বিক্রি করবে গুগল। শুধু বিক্রি নয় বিভিন্ন পণ্য কেনার পাশাপাশি এই দোকানে পণ্যগুলোর ব্যবহার করার রীতিও দেখে নিতে পারবেন ক্রেতারা।
গুগলের তরফে জানানো হয়েছে, লন্ডনে খুব তাড়াতাড়ি আরও দুটি দোকান চালুর পরিকল্পনা রয়েছে তাদের। তাছাড়া ইউরোপের বাইরে এই ধরনের দোকান চালু করা হবে বলে জানা গেছে। তবে কবে নাগাদ চালু করা হবে তা অবশ্য গুগলের তরফে কিছচু জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৫/মাহবুব