চীনের ইন্টারনেট ভিডিও সংস্থা লেশি টিভির সিইও জিয়া উয়েটিং আইফোনের জনক অ্যাপল সংস্থার সঙ্গে হিটলারের তুলনা করলেন। লেশি টিভি বাজারে আনতে যাচ্ছে নতুন স্মার্টফোন। ঠিক এমন সময় অ্যাপলকে হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন জিয়া উয়েটিং। কেউ কেউ এটাকে নতুন স্মার্টফোনের প্রচারণার বিপণন কৌশল বলে উল্লেখ করেছেন।
টেক ওয়েবসাইট দ্য ভার্জ লিখেছে, লেশি টিভি’র প্রতিষ্ঠাতা জিয়া উয়েটিং তার ভেরিফায়েড উইবো পেজে একটি কার্টুন প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নাৎসি দলের প্রতিষ্ঠাতা অ্যাডলফ হিটলার ডান হাত তুলে স্যালুট দিচ্ছেন। তার বাম হাতে রয়েছে একটি আর্মব্যান্ড। যেখানে নাৎসির লোগো জায়গায় উঁকি দিচ্ছে অ্যাপলের লোগো। হিটলারের কাছেই স্মার্টফোনের মতো দেখতে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একদল হাসিখুশি মানুষ। সকলের সামনে রয়েছে একটি পথ নির্দেশক চিহ্ন যার একটি চলে গেছে হিটলারের দিকে এবং অপরটি দিক নির্দেশ করছে সেই মানুষদের। হিটলারের পিছনে আছে ‘CAUTION DO NOT CROSS’ সতর্কবার্তা। ছবির একেবারে উপরের দিকে চীনা ভাষায় যা লেখা তার বাংলা অনুবাদ করলে অনেকটা এরকম হয়- ‘স্বাধীনতা বনাম স্বেচ্ছাচারিতা’। জিয়া আরও লিখেছেন, “সবাই অ্যাপলের বন্দনা করলেও অ্যাপলের সাম্রাজ্য ক্রমশ ম্লান হয়ে আসছে।”
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৫/ রশিদা