বিশ্বভ্রমণের অংশ হিসেবে এবার সৌরচালিত প্লেন ‘সোলার ইমপালস-২’ মিয়ানমার থেকে চীনের উদ্দেশে উড়াল দিয়েছে। গতকাল স্থানীয় সময় ভোরে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে চীনের চংকিং শহরের উদ্দেশে উড়াল দেয় প্লেনটি। এর আগে সুবিধাজনক আবহাওয়ার জন্য এক আসনের এই প্লেনটিকে এক সপ্তাহেরও বেশি সময় মান্দালয়ে অপেক্ষা করতে হয়।
এক আসনের সৌরচালিত এই উড়োজাহাজের নিয়ন্ত্রণে রয়েছেন সুইজারল্যান্ডের অ্যান্ড্রুু বরশবার্গ নামের একজন বিশেষজ্ঞ পাইলট। আর তার সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে রয়েছেন স্বদেশি বার্ট্রেন্ড পিকার্ড। গতকাল চীনের উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে ‘সোলার ইমপালস-২’ তার বিশ্বভ্রমণে পঞ্চমবারের মতো আকাশে উড়ল। এ সময় এটি পরিচালনার দায়িত্বে ছিলেন সুইজারল্যান্ডের পাইলট বার্ট্রেন্ড। মান্দালয় থেকে চংকিংয়ে ১ হাজার ৩৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে প্লেনটির ১৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে। চীনের চংকিংয়ের পর নানজিংয়ে বিশ্রামের পর সোলার ইমপালস-২ হাওয়াইয়ের উদ্দেশে উড়াল দেবে বলে জানা গেছে। এএফপি।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।