সারফেস ৩ নামে মাইক্রোসফটের নতুন একটি ট্যাবলেট খুব শিগগিরই বাজারে আসছে। সারফেস ব্র্যান্ডের এই ট্যাবলেটটির দাম ৪৯৯ মার্কিন ডলার। এতে উইন্ডোজের পূর্ণ সংস্করণ সমর্থন করবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
সারফেস ৩ বর্তমানে ট্যাবলেটের বাজারে আধিপত্য বিস্তারকারী অ্যাপল ও গুগলের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সারফেস ৩ ট্যাবে উইন্ডোজ ৮.১ সংস্করণ সমর্থন করবে। উইন্ডোজ ১০ উন্মুক্ত হলে বিনা খরচে তা হালনাগাদ করে নেওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রশিদা