সেলফি প্রেমীদের জন্য সুখবর। কারণ নিউইয়র্কের জনপ্রিয় জুতো প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিজ মোজ এবার সেলফি প্রেমীদের পছন্দের সেলফি তুলতে বাজারে এনেছে সেলফি জুতো। এপ্রিল ফুল কৌতুক হিসাবে প্রতিষ্ঠানটি এ ধরণের জুতার প্রচারণা চালায়।
প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সেলফি-স্টিক ছাড়া যে সব ছবি তোলা হয় তা খুব একটা ভালো হয় না। আবার ভালো জায়গায় ভালো ছবি পাওয়ার জন্য স্টিক সব সময় সঙ্গে রাখাটাও সম্ভব হয় না। এ কারণে আনা হয়েছে সেলফি জুতো। এতে যে কোনো জায়গায় যখন খুশি তখন ছবি তোলা যাবে। আর ছবি তুলতে পায়ের আঙুল দিয়ে সেন্সরে চাপ দিলেই উঠবে সেলফি।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব