উদ্বোধনের তিনি দিনের মাথায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)ওয়েব সাইট হ্যাক করেছে বাংলাদেশি একটি হ্যাকার গ্রুপ।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ওয়েবসাইটে (www.acc.org.bd) গিয়ে হোম পেজের বদলে কালো স্ক্রিন দেখা গেছে। তাতে সাদা রং দিয়ে লেখা হ্যাকড বাই এফএস।
রোমান হরফে তার নীচে লেখা দেখা যায়, “লুল সিকিউরিটি...সাইট খুললেই যদি ধরা খাইয়া যান তাহলে কেমনে কি? আর এসিসি হয়ে দুর্নীতি করা বন্ধ করেন। টিম সিসি জ্বালাজ্বালি বন্ধ করেন। আমি আগে খাইছি এইটা। এনজয় দ্য মিউজিক ডোন্ট রিডিফেইস, আমি আপনাদেরই বাংলাদেশি হ্যাকার।”
এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ক্লোজআপ ওয়ান তারকা সালমার ‘তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া...’ গানটি।
উল্লেখ্য, গত ৩১ মার্চ বাংলা ও ইংরেজি দুই ভাষায় নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৫/মাহবুব