২০১৪ সালের শেষদিকে বাজারে এসেছিল আইফোন ৬ এবং প্লাস। সম্প্রতি কয়েকটি অান্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছর আইফোনের তিনটি নতুন সংস্করণ বাজারে আসতে পারে। আইফোনের নতুন তিনটি সংস্করণের জন্য প্রয়োজনীয় চিপ সরবরাহ করবে স্যামসাং।
আইফোন ৬ এবং ৬ প্লাসের পাশাপাশি আইপ্যাডের সর্বশেষ সংস্করণের জন্য চিপ বানিয়েছিল একটি তাইওয়ানিজ চিপ নির্মাতা প্রতিষ্ঠান। আর এখন পর্যন্ত সকল আইফোনের প্রসেসর সরবরাহ করেছিল স্যামসাং।
গত বছরের শেষের দিকে কোরিয়া টাইমস আভাস দিয়েছিল যে অ্যাপলের আইফোনের চিপ নির্মাতা হিসেবে বেছে নেওয়া হতে পারে স্যামসাংকে। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। খবর ব্লুমবার্গের
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল ২০১৫/শরীফ