স্মার্টফোনের কভারগুলো সাধারণত কাচের বা প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। কিন্তু ভাবুন তো যদি মাঠের ঘাসের কভার হয় আপনার স্মার্টফোনটির? অবাক হচ্ছেন? এমনটিই হয়েছে। ডিজাইনার সিন মাইলস ঘাসের সঙ্গে রেজিন মিশিয়ে তৈরি করেছেন প্রাকৃতিক ফোন কভার।
একটি ছাঁচের মধ্যে তরল রেজিন দিয়ে ঘাস রেখে ২৪ ঘণ্টা রেখে দেওয়া হয়। রেজিন সম্পূর্ণরূপে গলে ঘাসের সঙ্গে মিশে একটি সুন্দর এবং মসৃণ কভার হয়ে যায়। মাইলস ঘাসের কভারে আরও কিছু প্রাকৃতিক ছোঁয়া দিয়েছেন। এর বাটনগুলো কাঠের তৈরি যা সবুজ শেলের উপর ভালো মানায়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:https://www.youtube.com/watch?v=e5Ln33450oM
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ