বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন ব্যবহারকারীদের রোমিং সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের থ্রি মোবাইলসহ আরো কয়েকটি দেশের মোবাইল অপারেটরের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
খবরে বলা হয়, গুগলের পরিকল্পনাটি হচ্ছে এমন- একজন গ্রাহক নিজ দেশে যে খরচে মোবাইলে কথা বলে, ক্ষুদে বার্তা কিংবা ইন্টারনেট ব্যবহার করে, সেই একই খরচে বিদেশ ভ্রমণের সময় যেন এই সেবাগুলো পাওয়া যায় এই ব্যবস্থা করতে।
হংকংয়ের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হাচিসন হোয়াম্পোয়ার রয়েছে বিভিন্ন দেশ মিলিয়ে সবচেয়ে বড় নেটওয়ার্ক। যুক্তরাজ্যেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে এই সংস্থাটি। আর তাই থ্রি মোবাইল এবং ও'টু কিনে নেওয়ার ব্যাপারেও চলছে তোড়জোড়। আর এক্ষেত্রে গুগল এই সংস্থাটির সহযোগিতা নিতে পারে বলেও মনে করছেন অনেকে।
উল্লেখ্য, গত মাসে গুগল যুক্তরাষ্ট্রে মোবাইল ক্যারিয়ার সেবা চালুর ঘোষণা দিয়েছিল। তবে এক্ষেত্রে নিজেদের অবকাঠামো গড়ে তোলার পরিবর্তে অন্য কয়েকটি মোবাইল অপারেটরের অবকাঠামো ব্যবহারের কথাও জানায় কোম্পানিটি। খবর দ্য টেলিগ্রাফের
বিডি-প্রতিদিন/ ৭ এপ্রিল ২০১৫/শরীফ