নতুন রূপে নোকিয়া লুমিয়া ৯৩০ মডেলটি আনছে মাইক্রোসফট। সিরিজের জনপ্রিয়তম মডেলটিতে এবার দেখা যাবে গোল্ড ভার্সন।
সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের নয়া লুকের এই মডেলের চারিদিকটি সোনালি রঙে মোড়া৷ তাদের নয়া এই মডেলটির অপারেটিং সিস্টেমে রয়েছে উইন্ডোজ ৮.১। পাশাপাশি এই ফোনে রয়েছে ২.২ স্ন্যাপড্রাগন প্রসেসর ও ২ জিবি ব়্যাম। পাশাপাশি এই ফোনের ক্যামেরাও বেশ শক্তিশালী।
নয়া এই ভার্সনে রয়েছে ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এই ফোনের ইন্টারনাল মেমোরি ৩২ জিবি। এছাড়া এই ফোনে রয়েছে ২৪২০ এমএএইচ ব্যাটারি। এশিয়া ও ইউরোপের বাজারেই এই এডিশনটি পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব