যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল'র কর্মীরা অর্ধেক দামে কোম্পানিটির স্মার্টওয়াচ কিনতে পারবে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
এর ফলে বিশ্বজুড়ে অ্যাপলের বিভিন্ন শাখায় কর্মচারিরা অর্ধেক দামে স্মার্টওয়াচ কিনতে পারবে। এই ছাড় শুধু তাদের কর্মীদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে কোম্পানিটির তরফে জানানো হয়েছে, তাদের সব মডেলের স্মার্টওয়াচে এই ছাড় মিলবে না। শুধু অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল মডেলটির স্মার্টওয়াচটিতেই এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
উল্লেখ্য, অ্যাপলের স্মার্টওয়াচ এখনো বাজারে আসেনি। স্মার্টওয়াচটি কিনতে চলতি মাসের ১০ তারিখ থেকে অনলাইনে অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আর ২৪ এপ্রিল থেকে অ্যাপল স্টোরে এই স্মার্টওয়াচটি পাওয়া যাবে। সূত্র : সি নেট
বিডি-প্রতিদিন/ ৮ এপ্রিল ২০১৫/শরীফ