বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ ও নারীর নাম কী? জানি এই বিষয়ে সমাধানে পৌঁছানো সহজ নয়। বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আমার, আমার সঙ্গে আমার বন্ধুর কিংবা আপনার সঙ্গে আপনার বন্ধুর মতের মিল হতে বাধ্য। কিন্তু বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ, নারী যদি কম্পিউটার নিজেই তৈরি করে। হ্যাঁ, এমনই ছবি তৈরি করেছে এক সফটওয়ার।
অপরাধীদের ধরার জন্য ব্যবহৃত ওই সফটওয়ারটি দিয়ে তৈরি করা হল বিশ্বের সবচেয়ে সুন্দর নারী ও পুরুষের ছবি।
জানা যায়, সুন্দর নারী-পুরুষের ছবি তৈরি করার সময় ব্রিটেনের শতাধিক মানুষকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে সুন্দর মানুষের ছবি তৈরি করা হলে তারা কেমন দেখতে হবে?
চোখ, ঠোঁটের গড়ন, ভ্রু থেকে নাকের আকৃতি, চুল সৌন্দর্যের মত সৌন্দর্যের সব আপাত বিষয় নিয়েই করা হয়েছিল সমীক্ষা। সেই সমীক্ষার ফলাফলকে সফটওয়ারে ফেলে কম্পিউটারে তৈরি হয় বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ ও নারীর ছবি।
এদিকে, সুন্দর পুরুষের ছবিতে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহামের চেহারার মিল খুঁজে পাওয়া গেছে। কারণ সমীক্ষায় অংশ নেওয়া বেশির ভাগ মানুষ সুন্দর পুরুষের ঠোঁট, নাক, চোখ, ভ্রু, মুখমণ্ডল তৈরির ক্ষেত্রে বেকহ্যামের কথাই বলেছিলেন। অন্যদিকে, সুন্দর নারীর ছবিতে স্কারলেট জনসন, জেনিফার লরেন্সের বেশ কিছুটা মিল লক্ষণীয়। এখন দেখার বিষয় কম্পিউটারের তৈরি এই সুন্দর নারী-পুরুষ কিভাবে নেয়?
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব