ফোনটি যখন কিনেছিলেন তখন বেশ আয়েশেই ব্যবহার করেছেন। গতি ভালো, ভিডিও চালাতে কোন সমস্যা হয় না, নেটের গতিও বেশ ভাল- সবই ঠিকঠাক। কিছুদিন যেতেই সমস্যা দেখা দিতে শুরু করল। আটকে যায় ভিডিও, বিভিন্ন প্রোগ্রাম চালাতে গেলে সময় নেয় বেশি- সে নানা সমস্যা। কিন্তু কেন? আপনি জানেন কি প্রতিনিয়ত আপনার অ্যান্ড্রয়েড ফোনে জমা হচ্ছে জাঙ্ক ফাইল বা আবর্জনা। আর এসব ফাইল আপনার ফোনের পারফরমেন্স নষ্ট করে দেয়। এতে আপনার ফোনটির ওপর রাগ হতে পারে। জেনে রাখুন সমস্যাটা আপনার মোবাইলের না। সমস্যা হল আপনার ফোনের জাঙ্ক ফাইলগুলো ঠিক মত পরিস্কার করা হচ্ছে না।
কিছু অ্যাপস আছে যেগুলো ইনস্টল করে আপনার ফোনটির জমা সব আবর্জনা নিমিষেই মুছে ফেলতে পারেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সুপার ফাস্ট করার জন্য সেরা ৫টি ক্লিনার অ্যাপস সম্পর্কে আজ জানানো হল:
CCleaner
বর্তমানে খুবই পরিচিত নাম 'CCleaner'। আমরা প্রায় সবাই নিজের পিসিতে CCleaner ব্যবহার করি। সত্যি বলতে, পিসির যাবতীয় নোংরা আবর্জনা পরিস্কার করার জন্য এটি খুবই ভাল একটা সফটওয়্যার। আর তারই ধারাবাহিকতায় স্মার্টফোনের জন্য এসেছে 'CCleaner' মোবাইল ভার্সন।
চলুন এক ঝলক দেখে নেই কি কি থাকছে CCleaner মোবাইল ভার্সনে-
কুলিং ফিচার- যে অ্যাপগুলো আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম করে, সেগুলো অটোমেটিকালি বন্ধ করে দিবে।
জাঙ্ক ক্লিনার- সকল প্রকারের জাঙ্ক ফাইল পরিস্কার করে আপনার ফোনকে করবে সুপার ফাস্ট।
অ্যাপ ম্যানেজার- কোন অ্যাপ ইন্সটল বা রিমুভ করার জন্য আছে অ্যাপ ম্যানেজার।
এন্টিভাইরাস- সকল প্রকার ভাইরাস ডিলিট করার জন্য আছে ফ্রি এন্টিভাইরাস।
মেমরি বুস্টার- আপনার স্মার্টফোনের র্যামকে করবে আরও কার্যক্ষম এবং ব্যাটারি ব্যাকআপ আরও বাড়িয়ে দিবে।
অ্যাপটি চালানোর জন্য আপনার স্মার্টফোনকে রুট করা লাগবে না।
অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে আপনাকে যেতে হবে এই লিংকে:https://www.piriform.com/ccleaner-android
Clean Master
বর্তমানে আরেকটি জনপ্রিয় অ্যাপ 'Clean Master'। প্রায় সবার মোবাইলেই এখন Clean Master দেখা মিলবে। অসাধারণ কিছু ফিচার নিয়ে গুগল প্লেতে সবার উপরে জায়গা করে নিয়েছে Clean Master.
চলুন দেখি Clean Master এর উল্লেখযোগ্য কিছু ফিচার-
কুলিং ফিচার- যে অ্যাপ গুলো আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম করে, সেগুলো অটোমেটিকালি বন্ধ করে দিবে।
জাঙ্ক ক্লিনার- সকল প্রকারের জাঙ্ক ফাইল পরিস্কার করে আপনার ফোনকে করবে সুপার ফাস্ট।
অ্যাপ ম্যানেজার- কোন অ্যাপ ইন্সটল বা রিমুভ করার জন্য আছে অ্যাপ ম্যানেজার।
এন্টিভাইরাস- সকল প্রকার ভাইরাস ডিলিট করার জন্য আছে ফ্রি এন্টিভাইরাস।
মেমরি বুস্টার- আপনার স্মার্টফোনের র্যাম কে করবে আরও কার্যক্ষম, এবং ব্যাটারি ব্যাকআপ আরও বাড়িয়ে দিবে।
অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে:https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard&hl=en
Startup Manager
এমন অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো ফোন স্টার্টআপে চালু হয়। ফলে দেখা যায় আপনার স্মার্টফোনের র্যাম অনেক বেশি ব্যবহার হয়ে যায়। আর আপনার ফোন হয়ে পড়ে আগের থেকে অনেক স্লো। Startup Manager অ্যাপটি আপনাকে দিবে ইচ্ছামতো অ্যাপ বাছাই করার ক্ষমতা।
অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে:https://play.google.com/store/apps/details?id=imoblife.startupmanager&hl=en
Duplicate Contacts & Utilities
অনেক সময় এমন হয়, একই নামের একাধিক ফাইল বা ডকুমেন্ট হয়ে যায়। যার দরুন আপনার ফোন স্লও করে। Duplicate Contacts & Utilities একই নামের বা একই ধরনের একাধিক ফাইল ডিলিট করতে আপনাকে সাহায্য করবে। পাবেন কন্টাক্ট এক্সপোর্ট বা ইম্পর্ট করার সুবিধা।
অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যাবেন এখানে:https://play.google.com/store/apps/details?id=com.makelifesimple.contactsutility
History Eraser
আপনার স্মার্টফোনের সকল প্রকারের হিস্টোরি ক্লিয়ার করার জন্য সেরা অ্যাপ “History Eraser” যারা নিয়মিত নেট ব্রাউজ করেন তাদের জন্য সেরা একটি অ্যাপ History Eraser।
“History Eraser” এর কিছু ফিচার-
এটি আপনার ফোনের সবধরনের হিস্টোরি নিমিষেই পরিস্কার করে দিবে যেমন, কল লগ, ব্রাউজার হিস্টোরি, টেক্সট ম্যাসেজ, গুগল সার্চ হিস্টোরি, জিমেইল সার্চ হিস্টোরি, ইউটিউব সার্চ হিস্টোরি, সব ধরণের ক্যাচ ফাইল ইত্যাদি।
অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যাবেন এই লিংকে:https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.eraser&hl=en
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ