স্মার্টফোনে যুক্ত একটি বিশেষ অ্যাপেই ঘরের দরজা খোলার কাজটি সারা যাবে। 'আগস্ট' নামে একটি প্রতিষ্ঠান এমনই একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপটির কোড ব্যবহার করে ব্যবহারকারী এবং তার অনুমোদিত অন্য কেউ সহজেই দরজা খোলার কাজটি করতে পারবে।
অ্যাপটি কিভাবে কাজ করবে তা জানতে নিশ্চয় মন উশখোশ করছে। প্রথমত অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটির বিশেষ একটি কোড থাকবে যা দিয়ে যে কেউ ঘরের দরজা খুলতে পারবে। একটি কোড ব্যবহার করে মাত্র একবারই দরজা খোলা যাবে। দ্বিতীয়বার আরেকটি নতুন কোড ব্যবহার করতে হবে।
বিশেষ এই অ্যাপটির মূল্য পড়বে সর্বমোট ৫০০ ডলার। তবে স্মার্টফোন যেহেতু সহজেই হ্যাক করা যায়, তাই এটি খুব একটা নির্ভরযোগ্য হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ২০১৫/শরীফ