যে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মখালি আছে, এমন বিজ্ঞাপন দেওয়া হতেই পারে। বিস্ময়কর হলো বিশ্বজুড়ে আতঙ্কের নাম সন্ত্রাসী গোষ্ঠী আইএস ইন্টারনেটের একাধিক সাইটে দিয়েছে এই বিজ্ঞাপন। তবে কর্মখালির বিজ্ঞাপন দেখে অনেকেই এতে উৎসাহে তাকিয়েছেন ৷এই বিজ্ঞাপনদাতার নাম আবু সইদ আল-ব্রিটানি। ব্রিটেন থেকে কয়েক মাস আগে পশ্চিম এশিয়ায় গিয়ে তিনি নাম লিখিয়েছেন আইএসের দলে। এই সংগঠনের পক্ষ থেকে তিনিই কর্মখালির বিজ্ঞাপনটি দিয়েছেন।
যে ১০টি পদে লোক নিয়োগ করা হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেস অফিসারের পদ। নাশকতার কাজ সারা বিশ্বে জনপ্রিয় করতে একজন বিজ্ঞাপনী প্রচারকের দরকার। আর তা থেকেই এমন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দিয়েছে জঙ্গিরা। এ ছাড়া চিকিৎসক, রাঁধুনি ও মেকানিকের পদের জন্যও লোক নেওয়া হবে বলে বিজ্ঞাপনে লেখা রয়েছে। সংঘর্ষে প্রতিদিন যেভাবে আহতের সংখ্যা বাড়ছে, তাতে চিকিৎসকের প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক৷ আর খারাপ হয়ে যাওয়া যানবাহন ও অন্যান্য কলকব্জা সারাতে মেকানিকের প্রয়োজনীয়তাও খুবই গুরুত্বপূর্ণ।
কর্মখালিতে রয়েছে আরও দু'ধরনের বিশেষজ্ঞের চাহিদা৷ প্রথমত, শিক্ষক। আইএসের দখল করা এলাকায় সংগঠনটি ইসলামকে যেভাবে দেখে সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষকের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি বলে মনে করছে সংগঠনটি। সব শেষে, সংগঠনে বোমা প্রস্তুতকারকের চাহিদার কথাও প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনে। প্রয়োজনে বোমা বিশেষজ্ঞকে আত্মঘাতী জঙ্গির ভূমিকাও পালন করতে হতে পারে বলে বিজ্ঞাপনে লেখা রয়েছে। তবে এই বিজ্ঞাপনে সাড়া দিয়ে কেউ এগিয়েছেন কি না তা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।