ছবি শেয়ারিংয়ের সাসাজিক যোগাযোগ সাইট ইনস্টগ্রাম ব্যবহারকারীদের জন্য দুটি নতুন ফটো-এডিটিং টুল নিয়ে এসেছে। এর ফলে ব্যবহারকারীরা ফেড ও কালার এই দু'টি সুবিধার মাধ্যমে ফটো এডিটিং করতে পারবে। পাশাপাশি এই দুটি টুলের সঙ্গে সঙ্গে পোস্ট নোটিফিকেশন ফিচার নিয়ে এসেছে।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো নতুন আপডেট পোস্ট করলেই তার নোটিফিকেশন পাবেন। পাশাপাশি এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী ছবির রং বাড়াতে ও কমাতে পারবে। ফেড টুলের সাহায্যে ছবি থেকে রং কমিয়ে নেয়া যাবে এবং কালার টুলের সাহায্যে রংকে হাইলাইট করা যাবে।
টুল দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যাবে। কোম্পানির তরফে বলা হয়েছে, আইওএস অপারেটিং সিস্টেমের জন্যও নতুন ফিচারগুলো খুব শিগগিরই ছাড়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ২০১৫/শরীফ