মোবাইল ফোন, স্মার্টফোন বা ট্যাবসহ সব মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে সার্চ ইঞ্জিন গুগল। এসব ডিভাইসে ব্যবহার উপযোগী দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, গুগল এক্স ল্যাব কঠোর গোপনীয়তায় এমন একটি ব্যাটারি নিয়ে গবেষণা করছে। গবেষণার মূল লক্ষ্য উন্নত মানের ব্যাটারি তৈরি করা যার থাকবে দীর্ঘজীবন এবং দীর্ঘ সময় ধরে চার্জ ধরে রাখার ক্ষমতা।
গুগলের ওই গবেষণা প্রকল্প খুব গোপনীয়তার সঙ্গে চলছে। এতে মাত্র ৪ জন ব্যক্তি কাজ করছেন। এর মধ্যে একজন গুগলে যোগ দেওয়ার আগে অ্যাপলের ব্যাটারি ডিভিশনে কর্মরত ছিলেন। গুগলের এই টিম ২০১২ সাল থেকে গবেষণাটি চালাচ্ছে।
তবে গুগলের ব্যাটারি নিয়ে গবেষণা শুধু স্মার্টফোন কিংবা ট্যাবের জন্যই সীমিত নয়। চালকবিহীন গাড়ি এবং ড্রোনের জন্যও বেশ গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে গুগলের দীর্ঘস্থায়ী ব্যাটারিকে।
খবর ওয়াল স্ট্রিট জার্নালের
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ