অনেকেই বাড়িতে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করার জন্য অথবা কাজের প্রয়োজনে ওয়াইফাই ব্যবহার করেন। কিন্তু মাঝে মাঝে ওয়াই-ফাই ব্যবহারকারীকে নানা সমস্যার সন্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড হারিয়ে ফেলা বা ভুলে যাওয়া।
আজ আমরা সেই সমস্যারই সমাধান আপনাকে জানাবো। আজ আমরা জানাবো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হারিয়ে গেলে সেই পার্সওয়ার্ডকে কিভাবে পুনরুদ্ধার করতে হয়।
পার্সওয়ার্ড হারিয়ে গেলে করণীয়: প্রথমে ব্রাউজারটি ওপেন করতে হবে, ব্রাউজার ওপেন করার পরই যেতে হবে রউটারের লোকাল অ্যাড্রেস অপশনে, সেখানে গিয়ে দিতে হবে ব্যবহারকারীর ইউজার নেম ও পাসওয়ার্ড,। এরপর ক্লিক করুন ইন্টারনেট অপশনে, সেখান থেকে চলে যান ওয়ারলেস অপশনে। এরপরই একটি বক্স দেখতে পাবেন। সেখানেই দেখতে পাবেন আপনার রাউটারের পাসওয়ার্ডটি।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব