জনপ্রিয় ম্যাপ সেবা 'হিয়ার ম্যাপস' বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে নোকিয়া। এর আগে মোবাইল ডিভিশন মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিলেও ম্যাপিং সেবাটি নিজেদের কাছেই রেখেছিল ফিনিশ এই প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের
জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইতোমধ্যেই একজন আর্থিক উপদেষ্টা নিয়োগ দিয়েছে নোকিয়া। নেটওয়ার্কিং পণ্য ব্যবসায় আরো মনোযোগী হতেই এমন সিদ্ধাদ্ধ নেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।
আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ইনডেরেস জানিয়েছে, হিয়ার ম্যাপস বিক্রি করে ৩৩০ কোটি থেকে ৪৮০ কোটি ইউরো পেতে পারে কোম্পানিটি। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত আর্থিক বছরে হিয়ার ম্যাপস থেকে প্রায় ৯৭ কোটি ইউরো আয় করেছে তারা।
বিভিন্ন ব্যতিক্রমী ফিচারের কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হিয়ার ম্যাপস। এর মধ্যে অন্যতম হলো অফলাইনে ব্যবহার সুবিধা। পাশাপাশি কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল নোকিয়া।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ২০১৫/শরীফ