বুলগেরিয়ার এক হ্যাকার নাম কনস্তানতিন সিমিয়োনভ কাভরাকভ, বিল গেটসের অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ ডালার তুলে নিয়ে চমকে দিয়েছেন সবাইকে। যদিও শেষরক্ষা হয়নি। ফিলিপাইন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, জাল এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় এই বুলগেরিয়ান হ্যাকারকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই অপরাধে তিন বছর আগেও ৩১ বছর বয়সী কাভরাকভকে আটক করা হয়েছিল। প্যারাগুয়েতে জেলও খাটতে হয়েছে তাকে। তার কাছ থেকে সাতটি জাল এটিএম কার্ড পেয়েছে পুলিশ। সেইসঙ্গে নগদ ১৭১৫ মার্কিন ডলার। প্রেসিডেন্সিয়াল অ্যান্টি-অরগানাইজড ক্রাইম কমিশন ও ফিলিপিন্স ন্যাশনাল পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/ রশিদা