সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের কর্নধার মার্ক জুকারবার্গ এখন আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বুধবার দিনভর ফেসবুক ইউজারদের নানা প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন খোদ জুকারবার্গই।
এদিন নিজের প্রোফাইলে এক স্টেটাসে তিনি লেখেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে তৈরি।” ফেসবুকের এই উদ্যোগের পোশাকি নাম ‘কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইউথ মার্ক’।
এর আগে বিভিন্ন দেশ ঘুরে কমিউনিটি হলে এই ‘কিউ অ্যান্ড এ’ অনুষ্ঠিত হয়েছে। এবার মার্ক চান, আরও বড় প্ল্যাটফর্মে ইউজারদের প্রতিক্রিয়া শুনতে। তাই বেছে নিয়েছে ফেসবুককেই।
আপনিও চাইলে আপনার প্রোফাইল বা এই সোশ্যাল সাইটটি সংক্রান্ত যে কোনও প্রশ্ন করতেই পারেন মার্ককে, কে বলতে পারে, উত্তর হয়তো পেলেন খোদ তাঁর কাছ থেকেই।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/মাহবুব