দুই সিমের সুবিধা দিতে লুমিয়া ৫৪০ হ্যান্ডসেট আনলো মাইক্রোসফট। মে মাসের শুরুতে ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশে হ্যান্ডসেটটি পাওয়া যাবে বলে জানা গেছে।
লুমিয়া ৫৪০ লেয়ার্ড সায়ান, অরেঞ্জ, হোয়াইট এবং ম্যাট ব্ল্যাক এ চার রঙে পাওয়া যাবে। অপারেটিং সিস্টেমে উইন্ডোজের ৮.১ ভার্সন ব্যবহার করা হলেও, চলতি বছরের শেষ দিকে উইন্ডোজ ১০ ভার্সনে আপডেট করা যাবে লুমিয়া ৫৪০।
৫ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লের হ্যান্ডসেটটির প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর। আভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ গিগাবাইট। তবে তা বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত। লুমিয়া ৫৪০-এর মূল্য বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৫/ রশিদা