বেশ কিছুদিন ধরেই ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তেমনই এক প্রশ্নের জবাবে জুকারবার্গ জানিয়েছেন যে, তিনি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৬০ ঘণ্টা পর্যন্ত কাজ করে থাকেন। গতপড়তা সপ্তাহে তিনি ৫০ থেকে ৬০ ঘণ্টা কাজ করেন।
এক প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, 'আমি প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ ঘণ্টা প্রকৃত কাজ করি। তবে যদি কাজের সংজ্ঞা বিস্তৃত করা হয় তাহলে তিনি সাড়া জীবন ধরেই কাজ করছেন। এ বিষয়ে তিনি বলেন, 'এটা নির্ভর করবে যে আপনি কাজ বলতে কী বোঝাতে চাইছেন। আমি অধিকাংশ সময়ই এটা নিয়ে চিন্তা করি যে কিভাবে সমগ্র বিশ্বকে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করা যায়।'
জুকারবার্গ আরো বলেন, 'আমি কেবল বিভিন্ন কিছু পড়া এবং চিন্তা করতেই অনেক সময় ব্যয় করি। তবে কেবল আমার অফিসে কাজ করার সময় হিসাব করলে তা সপ্তাহে ৫০ থেকে ৬০ ঘণ্টার বেশি হবে না। তবে আমার লক্ষ্য অর্জনের জন্য ব্যয়িত সময় হিসাব করলে বলতে হয় আমি সারা জীবন ধরেই কাজ করছি।'
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল ২০১৫/শরীফ