হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোনের খোঁজ পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার বেশ উপকারি ছিল। তবে গুগলের নতুন সার্চ ফিচার চালু হওয়ায় এখন আর ডিভাইস ম্যানেজার ব্যবহারের প্রয়োজন পড়বে না। গুগল সার্চ থেকেই যে কেউ তার হারানো অ্যান্ড্রয়েড ফোনের অবস্থান জানতে পারবে।
এ সুবিধা পেতে অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে যুক্ত গুগল অ্যাকাউন্টে লগইন করে গুগল সার্চে Find my phone লিখে সার্চ দিলেই সেখানে প্রদর্শিত হবে ফোনের সর্বশেষ অবস্থান। সেইসঙ্গে ফোনে রিংব্যাক কিংবা ফোন লক করা যাবে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ২০১৫/শরীফ