সার্চ জায়ান্ট গুগলের ক্রোম ব্রাউজারের আর দেখা মিলবে না উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক্সপিতে। আগামী বছর থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আর কোনো আপডেট হচ্ছে না গুগল এক ব্লগ পোস্টে সম্প্রতি জানিয়েছে।
গুগল ক্রোমের প্রকৌশল বিভাগের প্রধান মার্ক লারসন এক ব্লগ পোস্টে জানান, এক্সপি ব্যবহারকারীরা আগামী বছর থেকে গুগল ক্রোমের কোনো হালানাগাদ ও নিরাপত্তা প্যাঁচ পাবেন না। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে গুগল ক্রোম এক্সপিকে আর সমর্থন দেবে না বলে জানিয়েছিল। কিন্তু লারসান জানালেন, এ বছরের শেষ নাগাদ গুগল ক্রোম এক্সপি ব্যবহারকারীদের সমর্থন দিয়ে যাবে।
প্রায় এক বছর আগে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম থেকে সব ধরনের সমর্থন দেওয়া বন্ধ করে দেয় মাইক্রোসফট। ২০০১ সালে উন্মুক্ত করা অপারেটিং সিস্টেমের জন্য কোনো নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেনি মাইক্রোসফট। ১৪ এপ্রিল ২০১৪ থেকে এক্সপির ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য নিরাপত্তা হালনাগাদ করা বন্ধ করলে নিরাপত্তা বিশেষজ্ঞরা এক্সপি ব্যবহারকারীদের ভিন্ন ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দেন।
উল্লেখ্য, এখনো উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের মধ্যে সাড়ে ১৮ শতাংশ ব্যবহারকারী এক্সপি ব্যবহার করেন। সূত : সি নেট
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ