অনেকেরই আফসোসের শেষ নেই- 'ইস! যদি প্রিয় মানুষটিকে এসএমএসটি নিজের হাতের লেখায় দিতে পারতাম!' কিন্তু উপায় নেই। ফোন বা ট্যাবের কিবোর্ডের গোটা গোটা হরফের ওপরই নির্ভর করতে হয়। তাদের জন্য সুখবর। স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিনে টাইপ করার জন্য কাগজ-কলমে লেখার মতো সুবিধা নিয়ে এসেছে গুগল।
সম্প্রতি গুগল নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে যাতে হাতের লেখা টাইপিং হিসেবে ব্যবহার করা যাবে। নতুন এই অ্যাপ গুগল হ্যান্ডরাইটিং ইনপুট। অ্যাপটির স্ক্রিনে লিখলেই তা টাইপে পরিবর্তিত হবে। এটি ৮২টি ভাষায় লেখা থেকে স্ট্যান্ডার্ড ডিজিটাল ফন্টে পরিবর্তিত করতে পারে। এতে আঙুল ব্যবহারেরও সুযোগ রয়েছে। অ্যাপটির গবেষণা টীম এক ব্লগ পোস্টে জানিয়েছে, হাতের লেখার মাধ্যমে ইনপুট দেয়ার ক্ষেত্রে দুর্বোধ্য এবং ঝরঝরে সব ধরনের লেখাই এটি গ্রহণ করতে পারবে এবং ইমোজিসও গ্রহণ করার ব্যবস্থা রয়েছে।
গুগল প্লে থেকে এখন অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে এজন্য অ্যান্ড্রয়েড ৪.০.৩ বা এর পরের ভার্সন প্রয়োজন হবে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ