আসছে সনি'র নতুন স্মার্টফোন এক্সপেরিয়া জেড ৪। নতুন এই ফোনটি নিয়ে নানা সময়ে নানারকম তথ্য ফাঁস হয়েছে। তবে সনি এবার স্মার্টফোনটির কনফিগারেশন নিয়ে মুখ খুলেছে।
তথ্যমতে, এক্সপেরিয়া জেড৪ এর ডিসপ্লে হবে ৫ দশমিক ২ ইঞ্চি। যার এইচডি ১০৮০ গূণ ১৯২০ রেজ্যুলেশন সমৃদ্ধ। এতে থাকবে ৬৪ বিটের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর এবং ৩ গিগাবাইট র্যাম। স্টোরেজ সুবিধার জন্য থাকছে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। চাইলে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। ছবি তোলার জন্য পেছনে থাকবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। উন্নত রেজ্যুলেশনের সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এ ছাড়া থাকবে ২৯৩০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০। বরাবরের মতোই স্মার্টফোনটি পানিরোধক হবে। মেটাল বডির স্মার্টফোনটির পুরুত্ব হবে ৬ দশমিক ৯ মিলিমিটার। এর ওজন হবে ১৪৪ গ্রাম।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।