সাম্প্রতিক সময়ে সকলেই মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে থাকেন। অনেকের বাড়িতেই আবার রয়েছে এলইডি টিভি। কিন্তু আমরা এইসবের স্ক্রিনগুলিতে মাঝে মাঝে দাগড় পড়তে দেখা যায়। শখের জিনিসে এভাবে স্ক্যাচ পড়লে আমরা খুব কষ্ট পেয়ে থাকি এবং চিন্তা করি কিভাবে এ স্ক্রিন থেকে এটি দূর করা যায়। আপনাদের জন্য ঘরোয়া কিছু উপায় নিচে তুলে ধরা হলো যা অনুসরণ করলে আপনি স্ক্যাচটি খুব সহজেই তুলে ফেলতে পারবেন।
১. সকলের বাড়িতেই টুথপেস্ট থাকে। হাতে অল্প করে টুথপেস্ট নিয়ে নিন। ২. তারপর এলএডি স্ক্রিন বা কম্পিউটারে যেখানে স্ক্যাচ পড়েছে সেখানে হাতের আঙ্গুল দিয়েই লাগিয়ে দিন। এরপর অপেক্ষা করুন কয়েক মিনিট। ৩. তারপর সেই স্ক্যাচ পড়ে যাওয়া জায়গাতেই টুথপেস্ট লাগানোর পর একটু বাজার চলতি যে পেট্রোলিয়াম জেলিগুলি আছে তা একটু লাগিয়ে দিন। ৪. এরপর অপেক্ষা করুন কয়েক মিনিট। কয়েক মিনিট পরই হালকা কাপড় দিয়ে এই জায়গাটি পরিস্কার করে ফেলুন। পরিস্কার করলেই দেখতে পাবেন দাগটি মুছে গেছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৫/মাহবুব