জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ১৪৪ কোটি। আগের প্রান্তিকেও এর ব্যবহারকারী ছিল ১৩৯ কোটি। এই হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬ কোটি। বুধবার ফেসবুক তার ২০১৫ সালের প্রথম প্রান্তিকের মুনাফার রিপোর্ট প্রকাশ করে।
দিনদিন বেড়েই চলেছে সামাজিক যোগোযোগের অন্যতম এ মাধ্যমের ব্যবহারকারী। মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫২ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটিতে। এছাড়া ১২৫ কোটি ব্যবহারকারী ডেক্সটপ বা হ্যান্ডসেটের মাধ্যমে নিউজ ফিড যাচাই করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ এপ্রিল, ২০১৫/ রশিদা