চলতি বছরের জুলাইয়ের শেষনাগাদ বাজারে আসতে পারে মাইক্রোসফটের বহু প্রতীক্ষিত নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ ১০'। যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের (এএমডি) প্রধান নির্বাহী লিসা সু এক সম্মেলনে একথা জানিয়েছেন।
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণার ছিল, হয়তো এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ উন্মুক্ত করবে মাইক্রোসফট। কিন্তু এএমডির প্রধান নির্বাহীর কথা সত্য হলে চলতি বছরের মাঝামাঝিতেই বাজারে আসবে উইন্ডোজের নতুন এই সংস্করণ। লক্ষণীয়, মাইক্রোসফট ইতিমধ্যেই উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহারকারীদের উইন্ডোজ ১০ সফটওয়্যারটি বিনা মূল্যে হালনাগাদ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে, শোনা যাচ্ছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করার সময় এই অপারেটিং সিস্টেমনির্ভর একটি লুমিয়া স্মার্টফোন বাজারে ছাড়তে পারে মাইক্রোসফট।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ