আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুর হয়েছে অ্যাপল ওয়াচ'র। আর অ্যাপল ওয়াচের বিক্রয় কার্যক্রমকে সামনে রেখে অ্যাপল প্রকাশ করেছে অ্যাপল ওয়াচের তিনটি বিজ্ঞাপন।
প্রথম বিজ্ঞাপনে দেখানো হয়েছে অ্যাপল ওয়াচের মাধ্যমে প্রিয় মানুষের সাথে ম্যাসেজ আদান-প্রদান, হার্টবিট, একত্রে ছবি তোলা। এছাড়া অ্যাপল ওয়াচ ব্যবহার করে ঘরের দরজা খোলার বিষয়টিও তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে।
দ্বিতীয় বিজ্ঞাপনে বিভিন্ন কাজের সময় অ্যাপল ওয়াচের ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। জিমে ব্যায়াম করার সময়, বাইক চালানোর সময় কিংবা নির্দিষ্ট সময়ে কাজের কথা মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রেও অ্যাপল ওয়াচ ব্যবহার করার চিত্রও তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে।
আর তৃতীয় বিজ্ঞাপনে সকালে ঘুম থেকে জাগিয়ে তোলা কিংবা কোন জায়গা খোঁজার জন্য অ্যাপল ওয়াচের ব্যবহার দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ