নাসা'র হাবল স্পেস টেলিস্কোপের ২৫ বছর পূর্ণ হয়েছে গতকাল ২৪ এপ্রিল। আর এর মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসে দিনটি তাৎপর্যপূর্ণ জায়গা করে নিল।
১৯৭৮ সালে প্রথম এই হাবল টেলিস্কোপের ডিজাইন করা হয়। ১৯৮৩ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তবে তৈরীর প্রথম পর্যায়ে এটিকে অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়েছিল। নানা কারণে সেই কাজ পিছিয়ে যায়। পরবর্তীতে ১৯৯০ সালের ২৪ এপ্রিল যাত্রা শুরু করে হাবল। ২৫ বছর উপলক্ষে, হাবল তার লেন্স থেকে মহাকাশের একটি ছবি তোলে। যেটি বৃহস্পতিবার পৃথিবীবাসীর সামনে আসে। তিন হাজার তারায় পূর্ণ রঙিন ফটোটি মহাকাশের এক অপরূপ দৃশ্যের সাক্ষী।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।