চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। লক্ষণীয় হচ্ছে, উইন্ডোজ ১০ সাতটি ভিন্ন ভিন্ন সংস্করণে বাজারে পাওয়া যাবে। এক ব্লগ বার্তায় মাইক্রোসফট একথা জানিয়েছে।
উইন্ডোজ ১০ সংস্করণটি উইন্ডোজ ১০ হোম, উইন্ডোজ ১০ প্রো, উইন্ডোজ ১০ মোবাইল, উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ, উইন্ডোজ ১০ এডুকেশন, উইন্ডোজ ১০ মোবাইল এন্টারপ্রাইজ এবং উইন্ডোজ ১০ আইওটি কোর নামক সাতটি সংস্করণে পাওয়া যাবে।
একসঙ্গে এতগুলো সংস্করণে উইন্ডোজ বাজারে আনার ঘটনা এবারই প্রথম। আরো লক্ষণীয় হলো, ইন্টারনেট অফ থিংস বা আইওটি'র জন্যও এবার মনোযোগী হচ্ছে মাইক্রোসফট। এর ফলে ডেস্কটপ কিংবা ল্যাপটপের বাইরে অন্যান্য ডিভাইসেও রাজত্ব করবে মাইক্রোসফট।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/শরীফ