গুগল সার্চে ফের মিলবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এখন থেকে গুগলের আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপের পাশাপাশি মোবাইল ওয়েব থেকে প্রাপ্ত সার্চ রেজাল্টে যুক্ত হবে টুইট। গতকাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় গুগল এবং টুইটার।
প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের্ জন্যই এই সুযোগ উন্মুক্ত হচ্ছে। তবে খুব শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের জন্যও এই সুবিধা চালু করা হবে। সেইসঙ্গে গুগল ডেস্কটপ সার্চেও যুক্ত হচ্ছে এই সুবিধাটি।
তবে গুগল সার্চ রেজাল্টে টুইট দেখানোর বিষয়টি এবারই প্রথম নয়। দুই প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি মেনে ২০০৯ সালেও একই সুবিধা চালু করা হয়েছিল। তবে গুগল প্লাসের পোস্টকে বাড়তি সুবিধা দিতে ২০১১ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে গুগল।
বিডি-প্রতিদিন/ ২০ মে ২০১৫/শরীফ