চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও। আর এ সম্মেলন থেকে নতুন একটি ছবি শেয়ারিং প্ল্যাটফর্মের ঘোষণা দিতে পারে গুগল। সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, গুগলের এই ছবি শেয়ারিং সাইট গুগল প্লাস থেকে পুরো আলাদা হবে।
গুগলের নতুন এই সাইট থেকে সরাসরি ফেসবুক এবং টুইটারেও ছবি শেয়ার করার সুবিধা থাকতে পারে বলে জানা যায়।
চলতি বছরের মার্চে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিছাই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ছবি শেয়ারিং, এই দুটি বিষয় আলাদা করা হতে পারে, এমন আভাস দিয়েছিলেন। তবে এ ব্যাপারে গুগলের একজন মুখপাত্র জানান, গুজব কিংবা সম্ভাব্য কোনো কিছু নিয়ে গুগল মন্তব্য করে না।
বিডি-প্রতিদিন/২২ মে ২০১৫/শরীফ