সাইক্লিংয়ে আর নেই দুর্ঘটনার ভয়! নেই বৃষ্টি বা রোদের ঝামেলা! ঘরে বসেই পাওয়া যাবে রাস্তায় সাইকেল চালানোর আমেজ! অবাক হচ্ছেন? হবারই কথা। তবে বিষয়টা সত্যিই এরকম। ইতালির প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াইড রান তৈরি করেছে এই প্রযুক্তি। যেখানে সাইকেলে চড়ে একটি ভিআর (ভার্চুযাল রিয়েলিটি) সেট চোখে লাগিয়ে নিলেই আপনি নেমে যাবেন রাস্তায়।
মিডটাউন ম্যানহাটন থেকে জাপানের টোকিও যেকোনও রাস্তা বেছে নিতে পারবেন সাইক্লিস্টরা। নির্মাতা প্রতিষ্ঠান যদি ঢাকার রাস্তা যোগ করে তাহলে আপনি ঢাকাতেও চালাতে পারবেন এই ভার্চুয়াল সাইকেল। তবে যানজটের ঝামেলায় এ রাস্তায় দ্রুততার সঙ্গে সাইকেল চালানোর আমেজটা হয় মিলবে না। ওয়াইড রানের এই সাইক্লিং প্রযুক্তির নাম দেওয়া হয়েছে 'ডকিং স্টেশন'। এটি আপনাকে দেবে ভার্চুয়াল সাইক্লিংয়ের স্বাদ।
যেকোনও সাইকেল দিয়েই এই কর্মটি করা যাবে, শুধু চোখে ভিআর সেটটি লাগিয়ে নিতে হবে। এতে রয়েছে মাইক্রোকন্ট্রোলার স্টিয়ারিং, গতি বাড়ানো বা কমানো এবং ব্রেকিং ইফেক্টস। ওয়াইড রানের রয়েছে ভিআর এনভায়রনমেন্ট স্টোর। যেখান থেকে আপনি ভার্চুয়াল সাইক্লিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি কিনতে পারবেন। এর আগে সাইক্লিংয়ের জন্য এনিমেটেড সাইকেল পথ তৈরি করেছে ওয়াইড রান।
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/ এস আহমেদ