স্মার্টফোনকে টেক্কা দিতে বাজারে আসছে অ্যান্টি স্মার্টফোন। অর্থাৎ, এটি হবে স্মাটফোনের ঠিক বিপরীত। স্মার্টফোনে যেমন দিন শেষ হতে না হতেই 'লো ব্যাটারি' সিগনালটি লাফাতে শুরু করে, নতুন এ মোবাইল ফোনে তা হবে না। চার্জ থাকবে টানা ২০ দিন। এছাড়া এটা এতোটাই পাতলা যে অনায়াসে মানিব্যাগের একটা পকেটে ঢুকিয়ে রাখা যাবে।
খুব শিগগির বাজারে আসতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এ মোবাইল 'লাইট ফোন'। এটিকে অ্যান্টি স্মার্টফোন হিসেবে এর নির্মাতারা অভিহিত করেছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের খবরে বলা হয়েছে, লাইট ফোন খুব হালকা ও পাতলা মোবাইল। ক্রেডিট কার্ড আকৃতির এই মোবাইলটি এতোই হালকা ও পাতলা যে, হাতে নিলে উপস্থিতিই বোঝা যাবে না।
স্মার্টফোনের কোনো সুবিধাই লাইট ফোনে থাকছে না। এতে কোনো অ্যাপস ব্যবহার করা যাবে না, গেমস খেলা যাবে না, ইন্টারনেট ব্রাউজিং করা যাবে না। এজন্যই এটিকে বলা হচ্ছে, অ্যান্টি স্মার্টফোন। তবে স্মার্টফোনে যে সুবিধাটি নেই, লাইট ফোনে সেই সুবিধাটি পাওয়া যাবে। একবার চার্জে টানা ২০ দিন চার্জ থাকবে মোবাইলটিতে। সব ছেড়ে শুধু এই একটি গুণের কারণেই আপনার নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে লাইন ফোন।
লাইট ফোনে কেবলমাত্র কল ও এসএমএস সুবিধা পাওয়া যাবে। টানা ২০ দিন চার্জ থাকার কারণে এটিকে জরুরি মুহূর্তে স্মার্টফোনের ব্যাকআপ হিসেবে অভিহিত করা হয়েছে।
নতুন ঘরানার এই ফোনটির নির্মাতা নিউইয়র্কের জো হলিয়ার ও কাইউই তাং। ৩৬.৫ গ্রাম ওজনের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ ডলার।
ভিডিওতে দেখুন: https://www.youtube.com/watch?v=EF4teZEe9iY
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৫/ এস আহমেদ