হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড 'সীডস ফর দি ফিউচার' নামে একটি প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। এটি হুয়াই'র গ্লোবাল সিএসআর ফ্ল্যাগশীপ প্রোগ্রাম এবং হুয়াইর সবচেয়ে বেশী বিনিয়োগকৃত সিএসআর কর্মসূচী। এই কর্মসুচীর মাধ্যমে হুয়াই স্থানীয় আইসিটি ট্যালেন্টের পৃষ্ঠপোষকতা, জ্ঞানের বিনিময়ের বৃদ্ধি এবং মানুষের আইসিটি সম্পর্কে ধারণা ও টেলিযোগাযোগ খাত সম্পর্কে আগ্রহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতার মাধ্যমে হুয়াই সেই সমস্ত তরুণ ও উদ্যমী শিক্ষার্থীদের খুঁজছে যারা আইসিটির নতুন নতুন আইডিয়া নিয়ে আসবেন যেন ‘ই-সার্ভিস’ এর মাধ্যমে মানুষের জীবনকে আরও সুন্দর করা যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে চূড়ান্ত দশজন প্রতিযোগী চীনে হুয়াইর প্রধান কার্যালয়ে পড়ালেখা এবং প্রশিক্ষণের সুযোগ পাবেন। তারা ফাইভ-জি, এলটিই এবং ক্লাউড-কমিপউটিং এর মতো অত্যাধুনিক যোগাযোগব্যবস্থার নানা বিষয় নিয়ে হুয়াইর স্টেট-অফ-দি-আর্ট ল্যাবে পড়ালেখার সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রতিযোগিরা মিশ্র-সংস্কৃতিতে মূল্যবান অভিজ্ঞতা লাভ করবেন।
হুয়াই ২০০৮ সাল থেকে সারা বিশ্বে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বাংলাদেশে হুয়াই টেলনোলজিস লিমিটেড এই নামে প্রথমবারের মতো এই ধরণের প্রতিযোগিতা আয়োজন করছে। এই প্রতিযোগিতার মাধ্যমে হুয়াই বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে চায় যেন তারা শিখতে পারে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৫/মাহবুব