বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫-১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার বর্ণাঢ্য প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে মঙ্গলবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বিসিএসের সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস মহাসচিব নজরম্নল ইসলাম মিলন, যুগ্ম-মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান, পরিচালক এ টি শফিক উদ্দিন আহমেদসহ বিসিএসের সদস্যবৃন্দ ও তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৫/ রশিদা