জনপ্রিয় ম্যাপিং সেবা গুগল ম্যাপে যুক্ত হয়েছে ট্রাফিক অ্যালার্ট। এর মাধ্যমে বিভিন্ন রাস্তার সর্বশেষ অবস্থা এবং একটি নির্দিষ্ট রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে কী পরিমাণ সময় লাগতে পারে তা এর মাধ্যমে জানা যাবে।
এ বিষয়ে গুগল জানায়, এই ফিচারটি ব্যবহার করে ট্রাফিক জ্যামের সর্বশেষ অবস্থা জানার পাশাপাশি কোন রুট ব্যবহার করলে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে এ ব্যাপারেও ধারণা পাওয়া যাবে।
গুগলে ম্যাপের স্মার্টফোন সংস্করণটিতে ইতোমধ্যেই নতুন এই ফিচার যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ