আগ্রহীদের জন্য গুগল ম্যাপস অফলাইনে ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজ এই ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন এই অফলাইন ফিচার ব্যবহার করে ম্যাপ ব্রাউজ করা ছাড়াও টার্ন-বাই-টার্ন ডিরেকশন সুবিধাও পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট স্থানের বিভিন্ন স্থাপনার রিভিউও দেখা যাবে অফলাইনে। চলতি বছরের শেষের দিকে এই ফিচারটি চালু করা হতে পারে বলে জানিয়েছে গুগল।
উল্লেখ্য, চলতি বছরই ইউটিউব এবং ক্রোমের জন্যও অফলাইন সাপোর্ট চালু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/শরীফ