ফেসবুকের ইনবক্সে একটি ভিডিও লিংক দিয়ে ভাইরাস ছড়াচ্ছে হ্যাকাররা। ব্যবহারকারী বুঝতেই পারে না তার ইনবক্স থেকে কীভাবে বন্ধুদের ইনবক্সে ভিডিও লিংকের ওই ভাইরাসটি সেন্ড হয়ে যাচ্ছে। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছেন। ভাইরাস ছড়ানো লিংকে বলা হয়: ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করুন। আসলে এটি ভিডিও লিংক না, ভাইরাস হতে পারে। লিংকটি ওপেন না করার জন্য ভুক্তভোগী ফেসবুক ব্যবহারকারীরা সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
ফেসবুক ব্যবহারকারী যাত্রাবাড়ির বাসিন্দা আফরোজা হক সোনিয়া ও ওবায়দুল হক সোহেল জানান, তাদের ফেসবুকে একাধিকবার ভিডিও ভাইরাসের লিংকটি দেওয়া হয়েছে। এ লিংকটি ওপেন করার চেষ্টা করলে ওপেন হচ্ছে না। বরং এটি ফ্রেন্ডলিস্টে থাকা অন্য বন্ধুদের ইনবক্সে চলে যাচ্ছে।
আশরাফুল আশেকীন নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লিখেছেন, কারও কাছ থেকে জানতে পারলাম এটা একটা স্পাম। যে ওপেন করার চেষ্টা করবে তার আইডি থেকে অনেকের কাছে চলে যাবে। তিনি তার ওয়ালে আরও লিখেছেন, আমার কাছে আসিফ ইকবালের আইডি থেকে প্রথম এসেছিল, ওপেন করার চেষ্টা করতেই আমার আইডি থেকে অনেকের কাছে লিংক যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারী কারও কাছে এর সমাধান জানা থাকলে হেল্প করার জন্য অনুরোধ করেছেন তিনি।
ভাইরাসের এই ভিডিও লিংকটি পেয়ে নির্ঝরা নামের একজন লিখেছেন, একই ঝামেলায় আমিও আছি। নওরোজ নিশাত নামের আরেকজন ব্যবহারকারী লিখেছেন- কেউ আমার অ্যাকাউন্ট বহুদিন ধরেই হ্যাক করার চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/ ০৩ জুন, ২০১৫/ রশিদা